লোকসংবাদ প্রতিনিধিঃ
বাংলা নববর্ষকে বরণ করতে জেলা শহর মাইজদী কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি বৈশাখী মেলা। এ মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি বাবু মিলেন্দু মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেল বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর , মহি উদ্দিন ফারুক, মোয়াজ্জেম হোসেন আরমান ও মিজানুর রহমান বঙ্গ বিল্পব প্রমুখ বক্তব্য রাখেন।
এ মেলাকে ঘিরে মেলা প্রাঙ্গন উৎসবে পরিনত হয় এবং মেলা প্রাঙ্গনে বসেছে বিভিন্ন পন্য সামগ্রীর শতাধিক স্টল । প্রতিদিনি মেলার মঞ্চে লোক গান ,আঞ্চলিক গান, লোকজ খেলা, লোক নৃত্য, পুঁথি পাঠ, কবিতা পাঠ. আবৃত্তি ও নাট্যনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জেলার ৩০ টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করবে।