সর্বশেষ

বর্ষবরণ উৎসবে নারী লাঞ্চনায় জড়িতদের শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন


লোকসংবাদ প্রতিনিধি:
বর্ষবরণ উৎসবে ঢাবি ও জাবিতে নারীলাঞ্চনায় জড়িতদের শাস্তির দাবিতে নোয়াখালীতে ও সমাবেশ মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শহরের টাউন হলের মোড়ের প্রধান সড়কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত এ কর্মসূচিতে প্রগতীশীল সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ছাত্রফ্রন্টের জেলা শাখার আহবায়ক বিটুল তালুকদার’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্র ফ্রন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, নোয়াখালী সরকারি কলেজ শাখার আহবায়ক জসীম উদ্দিন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সোনাইমুড়ীর সংগঠক পাপিয়া আচার্য্য জয়া প্রমুখ।

সমাবেশে বর্ষবরণ উৎসবে নারী লাঞ্চনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়, একই সাথে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.