লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মঙ্গলবার চোর সন্দেহে গণপিটুনীতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল কাদের ওরফে মাস্টার (৩৫) চরজব্বর ইউনিয়নের চ্যাউয়াখালীর গোলাফ মাওলার ছেলে। দুপুরে চরহাসান চৌরাস্তা নামক স্থান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম এনামুল কবির জানান, কিশোর বয়স থেকে কাদের এলাকায় চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কত কয়েকদিন থেকে সে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মটরবাইক ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর চারটার দিকে স্থানীয় লোকজন একত্রিত হয়ে চ্যাউয়াখালীতে কাদেরের আস্তানা ঘেরাও করে তাকে গণপিটুনী দেয়। সকাল সাড়ে ৯টার দিকে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মঙ্গলবার চোর সন্দেহে গণপিটুনীতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল কাদের ওরফে মাস্টার (৩৫) চরজব্বর ইউনিয়নের চ্যাউয়াখালীর গোলাফ মাওলার ছেলে। দুপুরে চরহাসান চৌরাস্তা নামক স্থান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম এনামুল কবির জানান, কিশোর বয়স থেকে কাদের এলাকায় চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কত কয়েকদিন থেকে সে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মটরবাইক ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর চারটার দিকে স্থানীয় লোকজন একত্রিত হয়ে চ্যাউয়াখালীতে কাদেরের আস্তানা ঘেরাও করে তাকে গণপিটুনী দেয়। সকাল সাড়ে ৯টার দিকে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।