লোকসংবাদ প্রতিনিধি:
বর্ষবরণ উৎসবে নারী লাঞ্চনার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশে করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- উন্নয়ন সংস্থা এনআরডিসের প্রধান নির্বাহী আবদুল আউয়াল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারিণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির অ্যাডভোকেট গোলাম আকবর, সিপিবি জেলা সেক্রেটারী জাফর উল্যা বাহার, প্রগতি লেখক সংঘের জেলা আহ্বায়ক অধ্রাপক শিরীণ আক্তার, ঘরণী নারী উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পপি রহমান।
বক্তারা বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকা সহ বিভিন্ন স্থানে নারীদের যৌন হয়রানী ও লাঞ্চিত করার প্রতিবাদ জানান। একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান।