সর্বশেষ

বন্যায় ভেসে আসা সাপের কামড়ে ফাতেমার মৃত্যু, পৌঁছেনি ত্রাণ

সুরঞ্জিত নাগ, ফেনী 
ফেনীতে বন্যায় ভেসে আসা সাপের কামড়ে বিবি ফাতেমার (৫২) মৃত্যু। নিহতের স্বামী-সন্তান মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের ছয়দিনেও খোঁজ নেয়নি এলাকার জনপ্রতিনিধি, পৌঁছেনি ত্রাণ।

সূত্র জানায়, ফেনীর দাগনভূঁঞা রাজাপুর ইউনিয়নের ঘোনানাথ পাড়া গ্রামে বন্যার পানিতে ভেসে আসা বিষাক্ত সাপের কামড়ে নিহত হন বিবি ফাতেমা।

নিহতের স্বামী সফিকুর রহমান জানায় তার স্ত্রীকে সাপের কামড়ালে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেন, আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রামে প্রেরণ করলে পথে তার মৃত্যু ঘটে।

আরো জানান, তিনি দিনমজুর। তার তিন সন্তান ও তিন মেয়ে নিয়ে মানবেতন জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা নেয়নি কোন খবর এবং তার স্ত্রীর মৃত্যুর ছয়দিনেও মেলেনি কোন ত্রাণ সামগ্রী।

স্থানীয ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁঞা জানান, সাপের কামড়ে বিবি ফাতেমার মৃত্যুর খবর তিনি শুনেছেন।

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা জামসেদ খোন্দকার জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (২৭ জুলাই) বিষাক্ত সাপের ছোবলে ফাতেমার মৃত্যু হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.