সুরঞ্জিত নাগ, ফেনী:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পর্যায়ক্রমে দেশের সকল ফোরলেনে বাইলেন চালু করা হবে। বর্তমান সরকারকে গরিব বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, থ্রী হুইলার চালকদের জীবন-জীবিকার বিষয়টিও সরকারের বিশেষ বিবেচনায় রয়েছে। তবে মহাসড়কে বাইলেন চালু হওয়া পর্যন্ত একটু ত্যাগ স্বীকার করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে ফুট ওভার ব্রীজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
৯০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে এটি দ্বিতীয় ফুট ওভার ব্রীজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরলেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমসহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।