সর্বশেষ

নোবিপ্রবিতে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুস সাকিব সাদী:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের আয়োজনে বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় চেয়ারম্যান ড মো হুমায়ুন কবির এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড: এম অহিদুজ্জামান, বিশেষ অতিথি  ছিলেন উপ-উপাচার্য ড. মো: আবুল হোসেন।


প্রো-ভিসি আবুল হোসেন বলেন “দেশের জন্য নিজেকে আত্ননিয়োগের মাধ্যমেই সম্ভব বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করা”

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মমিনুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন- “ সারা বিশ্বে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন গবেষণা করা হলেও বাংলাদেশে তাকে নিয়ে কোন গবেষণা হচ্ছে না। যার কারনেই স্বাধীনতার জনককে বলা হচ্ছে রাজাকার!”

উক্ত আলোচনা সভায় সি এস টি ই বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারিরাও উপস্থিত ছিলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.