সর্বশেষ

নোয়াখালীতে বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ


লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীতে বকেয়া বেতন ভাতা আদায় ও চাকুরী রক্ষার দাবিতে আল-আমিন গ্রুপের অধিকার বঞ্চিত শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষেভ সমাবেশ করেছে। বুধবার দুপুরে জেলা শহরের টাউন হলের মোড়ে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আল-আমিন গ্রুপের শ্রমিক-কর্মচারীদের দাবির সাথে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

এ সময় আল-আমিন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের অধিকার বঞ্চিত শ্রমিক-কর্মচারি সংগ্রাম পরিষদ আহবায়ক আনম জাহের উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কেন্দ্রীয় নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লা বাহার, বাসদের (মার্কসবাদী) জেলা আহবায়ক দলিলের রহমান দুলাল, জাতীয় পার্টির অহিদ উদ্দিন মুকুল, খায়ের ইমতিয়াজ দাউদ, সম্মিলিত  সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, অধিকার বঞ্চিত শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান তুহিন ও জন্ট ুমিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ধীরে ধীরে বকেয়া পড়তে থাকে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে কর্তৃপক্ষ সকল পাওনা পরিশোধের আশ্বাস এর কোন সুরাহা হয়নি।

মানববন্ধন শেষে একটি মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক কর্মচারীরা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.