লোকসংবাদ প্রতিবেদন:
২১শে আগস্ট শুক্রবার মাস্টারপাড়া পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষ্যে পাঠাগার কার্যালয়ে “প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাঠক সমাবেশ” এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালীর কবি, লেখকসহ প্রায় শতাধিক পাঠক অংশগ্রহণ করেন।
কবি শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, একতা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব এডভোকেট গোলাম আকবর, কবি ও লেখক প্রফেসর আবুল বাশার, মাস্টারপাড়া পাঠাগারের সদস্য সচিব ইবনে আল আরাফাত আরজু প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে একতা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।
২১শে আগস্ট শুক্রবার মাস্টারপাড়া পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষ্যে পাঠাগার কার্যালয়ে “প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাঠক সমাবেশ” এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালীর কবি, লেখকসহ প্রায় শতাধিক পাঠক অংশগ্রহণ করেন।
কবি শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, একতা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব এডভোকেট গোলাম আকবর, কবি ও লেখক প্রফেসর আবুল বাশার, মাস্টারপাড়া পাঠাগারের সদস্য সচিব ইবনে আল আরাফাত আরজু প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে একতা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।