সর্বশেষ

নোবিপ্রবিতে শোক-দিবস পালন

নাজমুস সাকিব সাদী:
সারা দেশের মত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রশাসনিক ভবন, ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বিবি খাদিজা হলে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রোভিসি ড আবুল হোসেনের নেতৃত্বে এক বিশাল শোক র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

সকাল ১০.০০ টায় ভিসির পক্ষ থেকে প্রো-ভিসি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর একে একে সকল ডিপার্টমেন্ট, কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠন ও সবশেষে বাংলাদেশ ছাত্রলীগ (নোবিপ্রবির) পক্ষ-থেকে ছাত্রনেতা আব্দুল হামিদ বাপ্পির নেতৃত্বে সংগঠনটির নেতা কর্মীরা ফুল দিয়ে জাতির জনককে স্মরণ করেন।

বিকেলে হাজ্বী ইদ্রিস অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.