সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ার ৬ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার

তাজুল ইসলাম তসলিম, হাতিয়াঃ
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার সহ ৬ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জালের মধ্যে ৪ লাখ মিটার কারেন্ট জাল, দুই লাখ মিটার বিহিন্দী জাল রয়েছে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার, লেফটেন্যান্ট তানভীর আহমেদ জানান, গত ৪ সেপ্টম্বর থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মেঘনা নদীতে ভিযান চলাকালে কয়েকজন জেলেসহ একটি ট্রলার সাগরে যাওয়ার সময় আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে এক লাখ মিটার কারেন্ট ও এক লাখ মিটার বিহিন্দী জাল জব্দ করা হয়।

এছাড়া নদীতে ছিঁটানো অবস্থায় প্রচুর কারেন্ট ও বিহিন্দী জাল আটক করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.