সর্বশেষ

৮ দফা দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

নাজমুস সাকিব সাদীঃ
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা, ওয়াই-ফাই সংযোগ, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু ও আবাসন সমস্যা সমাধানসহ ৮ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। এর আগে সোমবার সকালে শিক্ষার্থীরা একাডেমিক ভবন এক হতে এক মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের  শহীদ মিনার প্রদক্ষিণ করে।

স্মারকলিপি উপাচার্য বরাবর প্রদান করা হলে তিনি শিক্ষার্থীদের সাথে ঐক্যমত্য পোষণ করে বলেন “শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি অতিদ্রুত পূরণের ব্যবস্থা করা হবে।”

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বাপ্পি বলেন “ অতিসত্বর আমাদের দাবি না মানা হলে পরবর্তী কার্যক্রম হিসেবে অবস্থান ধর্মঘটের ডাক দিব।”

শিক্ষার্থীদের দাবি সমূহঃ
১। ওয়াই-ফাই সংযোগ চালু।
২। ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।
৩। নির্মাণাধীন হলের কাজ দ্রুত শেষ করতে হবে এবং বিদ্যমান হলের রিডিং-রুম, ডাইনিং-রুম, এবং ইনডোর খেলার ব্যবস্থা করতে হবে।
৪। কেন্দ্রীয় গ্রন্থাগারের কাজ দ্রুত শেষ করতে হবে।
৫। কেন্দ্রীয় খেলার মাঠের কাজ দ্রুত শেষ করতে হবে।
৬। সকল ধর্মের উপাসনালয় এবং পরিবহন ব্যবস্থা উন্নয়নে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭। নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করতে হবে।
৮। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দিতে হবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.