লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
এতে অংশগ্রহণ করে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ মাহে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহরুল ইসলাম মোহাম্মদ আবু হেনা, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলম, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলাম ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
এতে অংশগ্রহণ করে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ মাহে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহরুল ইসলাম মোহাম্মদ আবু হেনা, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলম, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলাম ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।