সর্বশেষ

নোয়াখালীতে পরিচ্ছন্ন শহরের দাবিতে মানববন্ধন, ময়লা আবর্জনা অপসারণের কাজে শিক্ষার্থীরা


লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালীতে পরিস্কার পরিচ্চন্নতা সচেতনা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীরা নিজেরাই ময়লা আবর্জনা অপসারণের কাজে হাত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে। রোববার দুপুরে নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের ব্যানারে পরিস্কার পরিচ্চন্ন শহরের দাবিতে জেলা শহরের প্রধান সড়কে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘আবর্জনামুক্ত শহর গড়তে সচেতন হোন, পরিস্কার পরিচ্চন্ন শহর আমার অধিকার, আমাদের শহর পরিস্কার রাখব আমরাই’, ‘আবর্জনা যেখানে সেখানে ফেলে পরিবেশে দূষণ করবেন না’ ইত্যাদি দাবি সম্বলিত ফেষ্টুন প্রদর্শন করে।

এ সময় বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কর্মকর্তা সৈয়দ আফ্রিদুল ইসলাম, যুব প্রধান এটিএম নুর নবী সোহেল, উপ যুব প্রধান এম এ আজিজ পুলক, কর্মসূচি সমন্বয়ক মুয়াজ বিন আনোয়ার।

মানববন্ধন শেষে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্চাসেবকরা নিজেরোই ঝাড়– হাতে সড়কের দুই পাশের ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করে দেন। এ সময় শিশু-কিশোর ও যুবরা বড়দের প্রতি শহরের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পরিস্কার পরিচ্চন্নতা নিশ্চিত করার দাবি জানান।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.