সর্বশেষ

সভ্যতার নামে অসভ্যতা

জা ন্না তু ল    মা ও য়া    চৌ ধু রী
জান্নাতুল মাওয়া চৌধুরী

সভ্যতার নামে অসভ্যতা


সভ্যতা আজ কোথায় এসে দাঁড়ালো
লোভ-লালসায় পৃথিবী ভরে গেলো।

মানবতা নেই আজ মানুষের মনে
মৃত্যু হাতছানি প্রতিটি ক্ষণে।

ধনী মানুষের দাম অনেক বেশি
গরীবরা রাজপথে যাচ্ছে পিষি।

সভ্যতার ইতিহাস বইতে মানায়
মানবতা আজ বন্দি ঘরের জানালায়।

সবাই স্বার্থপর
স্বার্থপর পৃথিবীতে
কেউ চায়না কারও একটুকু জায়গাও
ছেড়ে দিতে।

আধুনিক সভ্যতার বিবেকটা মরে গেছে
কেউ কি পারো তার প্রাণটা ফিরিয়ে দিতে?

আধুনিকতার নামে করছে নোংরামি
আধুনিকতা দেখে হতবাক আজ আমি,
ভদ্রতার কথাটি মুখেতেই শোনা যায়
মানুষের চরিত্রে ভদ্রতা পাওয়া দায়!

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.