সর্বশেষ

নোয়াখালীতে ইলেক্সনিক গভর্ণমেন্ট প্রকিউরমেন্ট (ই-পিজি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিনিধি:
সরকারি ক্রয়ে ইলেক্সনিক গভর্ণমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সুষ্ঠু বাস্তবায়ন ও প্রসারের জন্য সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রনালয়ের আইএমই বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিশ্বব্যাংকের সহায়তায় পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ কর্মশালাটির আয়োজন করে।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব কেএম আলী নেওয়াজ, সহকারী পরিচালক (বিসিসিপি) বাদল হায়দার ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রহমান। কর্মশালায় জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম এ সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: রওশন আলম সহ জেলা পর্যায়ে সরকারি ক্রয়কারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ঠিকাদার ও সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.