সর্বশেষ

নোয়াখালীতে তিন দফা দাবিতে ইউপি সচিবদের মানববন্ধন

লোকসংবাদ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) নোয়াখালী শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে জেলার বিভিন্ন উপজেলার ইউপি সচিবদের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে ইউপি সচিব সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বরাবর তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

দাবি সমূহ হলো, এক. ইউনিয়ন পরিষদের সচিবদের পদোন্নতি পূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান। দুই. বেতন, বোনাস, আনুতোষিক ল্যমগ্রান্ট, শ্রান্তি বিনোদন ভাতা সহ যাবতীয় অর্থ শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা। তিন. ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষে পেনশন ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) নোয়াখালী শাখার সভাপতি আ ন ম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব আবদুল কাইয়ূম. কামাল উদ্দিন, নুরুল আমিন, নুর ইসলাম, মো. হাসান আহম্মদ, মাসুদুর রহমান।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.