সর্বশেষ

শিক্ষকদের সাথে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থীকে বহিস্কার

লোকসংবাদ প্রতিবেদন:
শিক্ষকদের সাথে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মানিত শিক্ষকদের সাথে অশালীন আচরণ ও ইভটিজিং করার অভিযোগে তাৎক্ষণিক সিদ্ধান্তে অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের মো: মাহমুদুল হাসান (মামুন), রোল-
ASH1412021M, এগ্রিকালচার বিভাগের ১০ম ব্যাচের খাইরুল বাশার বিপ্লব, রোল-

ASH1514046M, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের ১০ম ব্যাচের শাহীন আলম স্বাধীন, রোল-

ASH1506059M, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের সবুজ ইসলাম, রোল-

ASH1411054M কে সাময়িক বহিস্কার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবেনা এই মর্মে ৭ দিন সময় দিয়ে নোটিশ প্রদানের জন্য প্রক্টরকে নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.