সর্বশেষ

নোয়াখালীতে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিনিধি:
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক এক সেমিনার ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা রোববার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা এই আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশসুপার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম- সেবা, পিপিএম- সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল।

জেলা শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী জিলা স্কুলের সহকারী শিক্ষক মোহম্মদ মিজানুর রহমান।



পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নোয়াখালী জিলা স্কুল প্রথম, হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.