সর্বশেষ

নোয়াখালী আবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টার সংবর্ধনা ও একক আবৃত্তি অনুষ্ঠান

লোকসংবাদ  প্রতিনিধি: 
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম-সেবা অর্জন করায় নোয়াখালী আবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। সন্ধ্যায় দ্বিতীয় পর্বের আয়োজন ছিল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ জাফরের একক আবৃত্তি।

নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য, প্রবীন রাজনীতিবীদ অধ্যাপক মোঃ হানিফ, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম- সেবা, পিপিএম- সেবা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার, সহ সভাপতি মহিউদ্দিন ফারুক, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা মন্ডলীর দুই সদস্য উপাধ্যক্ষ দিদারুল ইসলাম ও সাংবাদিক আবু নাছের মঞ্জু। নোয়াখালী আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক শামীমা হাসনাত ঝুমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শামস্ ইবনে আলী ডিউ।

রাজনীতিবীদ অধ্যাপক মোঃ হানিফ বলেন,‘ সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে প্রকৃত ধর্মের বিকৃত ভাষ্য মিশ্রিত অপরাজনীতি মোকাবেলা করতে হবে। আর আবৃত্তি হচ্ছে সংস্কৃতির বিরাট একটি অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিক কর্মকান্ডের বিস্তার ঘটাতে হবে।’

পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বলেন, ‘বর্তমান পৃথিবীতে ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে যে হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে সেখানে সাংস্কৃতিক কর্মকান্ডই পারে ভালোবাসার পৃথিবী গড়ে তুলতে। এক্ষেত্রে আবৃত্তি শিল্পীরা অগ্রনী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে নোয়াখালী আবৃত্তি একাডেমির পক্ষ থেকে  সংবর্ধিত অতিথি মোঃ ইলিয়াছ শরীফকে ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের পর দেশবরেণ্য আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ জাফরের একক আবৃত্তি আগত দর্শক শোতাদের মুগ্ধ করে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.