লোকসংবাদ প্রতিনিধিঃ
নোয়াখালীতে হৃদরোগে আক্রান্ত পান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হার্ট ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শুক্রবার জেলা শহর মাইজদীতে আলহাজ্ব সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎকগণ এই সেবা দেন। এ সময় দূর দূরান্ত থেকে হৃদরোগে আক্রান্ত গরীব অসহায় লোকজন বিনামূল্যে সেবা নিতে আসেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন করেন জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিধান সেনগুপ্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টার সাহাব উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নোয়াখালীর সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ও এফপিএনবি অবৈতনিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ।