সর্বশেষ

ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লোকসংবাদ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ উদ্বোধন করলেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত করা হয়।

এ সময় নোয়াখালী থেকে জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার ও মাইজদী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো: ইসমাইল প্রধানমন্ত্রীর কাছে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।  নোয়াখালীতে কনফারেন্সে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ বিপিএম-সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মাহে আলম, জেলা আওযামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন সহ সরকারি ভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সমজিদের ইমাম উপস্থিত ছিলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.