লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীতে প্রয়াত সাংবাদিক বিজন সেন স্মারক গ্রন্থ প্রকাশনা ও পাঠ অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক বিজন সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর বিজন সেন স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খাঁন সোহেল।
পরে উন্নয়ন সংস্থা এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে ও প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিজন সেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন নোয়াখালী সম্পাদক পরিষদের মোঃ আবুল হাসেম, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক খসরু, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোল্লা হাবিবুর রাছুল মামুন, গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান মিলন, কবি মিন্টু সারেং, নাট্যজন মিরণ মহিউদ্দীন, বাসদ নেতা আ.ন.ম জাহের উদ্দিন, মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, সুমন ভৌমিক, কাজল চৌধুরী ও প্রয়াত বিজন সেনের মেয়ে মৌমিতা সেন, ছেলে অসীম সেন প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নোয়াখালীতে অসাম্প্রদায়িক ধারার রাজনীতি, সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকান্ড ও নাগরিক আন্দোলন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়াত সাংবাদিক বিজন সেনের অনবদ্য অবদানের কথা তুলে ধরে তার আদর্শ সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিজন সেনের স্মৃতি রক্ষায় তাঁর নামে সড়ক বা যেকোন স্থাপনা করার অঙ্গিকার করেন মেয়র সহিদ উল্লাহ খাঁন সোহেল।