সর্বশেষ

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত


সুমন ভৌমিক
আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি অধ্যাপক শিরিণ আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উন্নয়ন কর্মী অমল কৃষ্ণ অধিকারী, এডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন, নারী নেত্রী উম্মে কুলসুম, নুর জাহান বেগম ও উন্নয়ন সংগঠক নুরুল আলম মাসুদ প্রমুখ।

বক্তরা বলেন, আমরা সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকারের কথা বলেও এখনও পর্যন্ত নারীরা নির্যাতিত। ঘরে, বাহিরে ও কর্মস্থলসহ সকল জায়গায় নারীরা নির্যাতিত। এ জন্য শুধু আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করে নয় প্রত্যেক সচেতন ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
#

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.