লোকসংবাদ প্রতিনিধিঃ
নোয়াখালীতে ‘দুর্যোগকালে জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে জরুরি করণীয় নির্ধারণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনআরডিএস সেন্টারে একশন এইড ও স্থানীয় উন্নয়ন সংস্থা এনআরডিএস যৌথভাবে পরামর্শ সভাটি আয়োজন করে।
পরামর্শ সভায় অধিকারকর্মী, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় প্রতিনিয়ত জেন্ডার ভিত্তিক নানা রকম সহিংসতার ঘটনা ঘটে। সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছে নারী ও কিশোরীরা। এ বিষয়ে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন এনআরডিএস’র প্রধান সমন্বয়ক আবদুল আউয়াল, একশন এইড কর্মকর্তা তাছলিমা আক্তার, গান্ধি আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রানের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, সাংবাদিক মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম জাহান, কাজল চৌধুরী, দিদারুল আলম, উন্নয়নকর্মী অসিম কুমার বকষি, প্রান্তিক নারী সংগঠনের নেত্রী শামসুন্নাহার, কুলসুম বেগম প্রমুখ।