লোকসংবাদ প্রতিনিধিঃ
নোয়াখালীতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য অধিকার ভিত্তিক সুরক্ষায় স্থানীয় নীতিমালা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এনআরডিএস ও কোস্ট ট্রাস্টের আয়োজনে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর মাস্টার পাড়ায় এনআরডিএস সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বাস্তুচ্যুত উপকূলীয় মানুষের প্রতিনিধি, উন্নয়নকর্মী, অধিকার কর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এনআরডিএস এর প্রধান নির্বাহী আবদুল আউয়ালের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী মোঃ সালেহীন সরফরাজ। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইউব খান, বন্ধনের প্রকল্প ব্যবস্থাপক আমিনুজ্জামান, প্রানের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিন উল্যাহ বিএসসি। সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক সুমন ভৌমিক, ফয়জুল ইসলাম জাহান, নোয়াখালী নারী অধিকার ফোরামের সভানেত্রী লায়লা পারভিন, বাস্তুহারা প্রতিনিধি শাহনাজ বেগম, আলমগীর হোসেন, তৃণমূল নারী নেত্রী উম্মে কুলসুম প্রমুখ।
সেমিনারে বক্তারা জলবায়ু উদ্বাস্তুদের স্থায়িত্বশীল এবং মর্যাদাপূর্ণ পুনর্বাসন করার উদ্দেশ্যে সরকারের প্রতি জনবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি করেছেন। তারা জলবায়ু তাড়িত বাস্তুচ্যুতদের জন্য নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত স্থানীয় সমস্যাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।