সর্বশেষ

দারিদ্র্য ও বৈষম্য নিরসনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

লোকসংবাদ প্রতিবেদন:
দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন এনআরডিএস, দারিদ্র্য বিরোধী আন্তর্জাতিক জোট-জিক্যাপ ও এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখছেন মানবাধিকার কর্মী এডভোকেট গোলাম আকবর

মানববন্ধনে বক্তরা বলেন, দেশে সম্পদ বন্টনে বৈষম্যের কারণে দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা আশানুরুপ কমছে না। তাছাড়া বিভিন্ন সেবা ক্ষেত্রে অসম সুযোগ দারিদ্র্যের হ্রাসের সরকারি- বেসরকারি উদ্যোগকে বাধাগ্রস্থ করছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি নিশ্চিত করতে হলে চরম দারিদ্র্য দূর করতে হবে। প্রান্তিক মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যের উর্ধ্বগতির সাথে যুদ্ধ করছে, যা তাদের জীবনজীবিকাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। এজন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দরিদ্র জনগণের অধিকার ও প্রয়োজনীয়তাকে অন্তর্ভুক্ত করা; কৃষি- শিক্ষা- স্বাস্থ্য ও শিল্পখাতে কার্যকর ও উন্নয়নবান্ধব নীতি প্রণয়ন করার দাবি জানায় বক্তাগণ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট গোলাম আকবর, নারী অধিকার জোটের সভানেত্রী লায়লা পারভীন, উন্নয়ন কর্মী ফিরোজ আনোয়ার অপু।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.