সর্বশেষ

নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মারা যাওয়া ইতালিফেরত নভেল করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন।
নোয়াখালীতে ইতালি প্রবাসীর মৃত্যু জেলার সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বলেন, “ওই ব্যক্তির লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। “সকালে ওই হাসপাতাল থেকে করোনাভাইরাস ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ”

উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইতালি প্রবাসী ওই ব্যক্তি (৪৫) নভেম্বরে দেশে ফেরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলে।

গত বুধবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যু পর তার বাড়িটি অবরুদ্ধ করে লাল পতাকা টানিয়ে দিয়েছিল উপজেলা প্রশাসন। ওই প্রবাসীর করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ায় তার পরিবারের ২৯ সদস্যকে সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.