লোকসংবাদ প্রতিবেদনঃ
কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নোয়াখালীর শহর ও গ্রাম পর্যায়ে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম শুরু করেছেন অনেকে। পাড়া ও মহল্লা ভিত্তিক এ কার্যক্রমে এগিয়ে আসছেন সমাজের অগ্রসর তরুণ যুবকেরা। তারা করোনা বিষয়ক সচেতনতা কার্যক্রমের পাশাপাশি সম্ভাব্য সংক্রমণ রোধে রাস্তাঘাটে জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছেন।
মাইজদীস্থ মাস্টার পাড়ার স্বেচ্ছাসেবী যুবকরা সংগঠিত হয়ে জীবাণুনাশক কার্যক্রম শুরু করেছে। মাস্টার পাড়ায় এ স্বেচ্ছাসেবী তরুণদের নেতৃত্ব দিচ্ছেন সুজন দে। সুজন দে বলেন, আমরা স্থানীয় উন্নয়ন সংগঠন এনআরডিএস এর সহযোগিতায় জীবাণুনাশক ছিটানো মেশিন ও রাসায়নিক নিয়ে নিজেরাই স্বেচ্ছাসেবী হয়ে জীবাণুনাশক স্প্রে করছি। আশা করি এভাবে সকল পাড়া ও মহল্লায় সচেতন তরুণ সমাজ একত্রিত হয়ে নিজের নিজের পাড়াকে করোনামুক্ত রাখার প্রচেষ্টায় এগিয়ে আসবে।