লোকসংবাদ প্রতিবেদন:
নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্যাহ খাঁনের পক্ষ থেকে জেলা সদরে কর্মরত পত্রিকা হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে পৌর ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সদরের ২৪ জন হকারের হাতে এক সপ্তাহ পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু।
এ সময় মেয়র শহিদ উল্যাহ খাঁন বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী অঘোষিত অকডাউনের কারণে পত্রিকা বিক্রি অনেকটাই বন্ধ হয়ে গেছে। এতে করে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা হকাররা চরম সংকটে পড়েছেন। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করি। পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া কোন মানুষ হাতে খাবারের কষ্ট না পান আমরা সেদিকে খেয়াল রাখছি। অচ্ছল সবাইকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।’
নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্যাহ খাঁনের পক্ষ থেকে জেলা সদরে কর্মরত পত্রিকা হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে পৌর ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সদরের ২৪ জন হকারের হাতে এক সপ্তাহ পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু।
এ সময় মেয়র শহিদ উল্যাহ খাঁন বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী অঘোষিত অকডাউনের কারণে পত্রিকা বিক্রি অনেকটাই বন্ধ হয়ে গেছে। এতে করে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা হকাররা চরম সংকটে পড়েছেন। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করি। পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া কোন মানুষ হাতে খাবারের কষ্ট না পান আমরা সেদিকে খেয়াল রাখছি। অচ্ছল সবাইকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।’