সর্বশেষ

নারী পুরুষ সমতার ভবিষ্যতের দাবিতে নোয়াখালীতে নারী দিবস উদযাপিত


লোকসংবাদ প্রতিবেদন:

“নারীর নেতৃত্বঃ অজর্ন করবে সমতার ভবিষ্যত” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে  ৮ মার্চ সকালে জেলা শিল্পকলা একাডেমীর উন্মৃক্ত মঞ্চে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী নারী অধিকার জোটের আয়োজনে এবং এনআরডিএস, বন্ধন, প্রান, গান্ধী আশ্রম ট্রাস্টসহ বিভিন্ন স্থানীয় উন্নয়ন সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার চার শতাধিক নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।


দিনব্যাপী নারী দিবসের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো র‌্যালি, সফল নারীদের আত্মকথন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের বিভিন্ন স্তরে নারীর সাফল্যকে স্মরণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তোলার ওপর গুরুত্ব দিয়ে স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী নারী অধিকার জোট এর আহ্বায়ক লায়লা পারভীন। সমাবেশে বক্তারা সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান এবং নারীর প্রতি চলমান এবং ঘটে যাওয়া অন্যায়, নিপীড়ন, যৌন নিগ্রহ এবং ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবি জানান। 


আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, উদীচী নোয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন, নারী নেত্রী রওশন আক্তার লাকী, অধ্যাপিকা শিরিন আক্তার, তৃণমূল নারী নেত্রী কুলসুম আক্তার, নারী উদ্যোক্তা জুলফা চৌধুরী, এসো গড়ি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফারজানা তিথি। 


অনুষ্ঠানে নারী জাগরণী সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীগণ।


লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.