সর্বশেষ

করোনা মোকাবেলায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা


লোকসংবাদ প্রতিবেদন

করোনা পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার সকালে এরআরডিএস’র আয়োজনে অনলাইনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় সদর উপজেলার ৬ টি ইউনিয়ন - সদর, অশ্বদিয়া, এজবালিয়া নোয়াখালী ইউনিয়ন, নেওয়াজপুর ও  ধর্মপুর এর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা প্রদান সুরক্ষা কর্মী (সিএইচসিপি ) ও  ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহন করেন। 

কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা প্রদান সুরক্ষা কর্মী (সিএইচসিপি)গন করোনা মহামারী নিয়ন্ত্রনের জন্য  সরকারি -বেসরকারিভাবে সকলকে আরো সচেতনতা মূলক কার্যক্রম প্রচার করার আহবান জানান ।

ব্যবস্থাপনা কমিটি সকলকে টিকার আওতায় আনার জন্য সচেতনতা মূলক প্রচার কার্যক্রম এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতন করার ব্যাপারে ইউনিয়ন পরিষদের কার্যকরী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন ।

গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে  এবং করোনা রোগীদের স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার জন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দাবি জানান।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.