লোকসংবাদ প্রতিবেদন
করোনা পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার সকালে এরআরডিএস’র আয়োজনে অনলাইনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলার ৬ টি ইউনিয়ন - সদর, অশ্বদিয়া, এজবালিয়া নোয়াখালী ইউনিয়ন, নেওয়াজপুর ও ধর্মপুর এর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা প্রদান সুরক্ষা কর্মী (সিএইচসিপি ) ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা প্রদান সুরক্ষা কর্মী (সিএইচসিপি)গন করোনা মহামারী নিয়ন্ত্রনের জন্য সরকারি -বেসরকারিভাবে সকলকে আরো সচেতনতা মূলক কার্যক্রম প্রচার করার আহবান জানান ।
ব্যবস্থাপনা কমিটি সকলকে টিকার আওতায় আনার জন্য সচেতনতা মূলক প্রচার কার্যক্রম এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতন করার ব্যাপারে ইউনিয়ন পরিষদের কার্যকরী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন ।
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং করোনা রোগীদের স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার জন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দাবি জানান।