হিন্দু ধর্মাবলম্বী বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা তুলে দিলো -স্বপ্ন
।। জামাল হোসেন বিষাদ ।।
নোয়াখালীতে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘স্বপ্নের সারদীয় উৎসব’ আয়োজন করে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন। বুধবার বিকাল ৪টার দিকে জেলা শহর মাইজদীতে সংগঠনের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
এ সময় সামাজিক সংগঠনটি ৫৮ জন বঞ্চিত ও দরিদ্র শিশুদের পূজোর নতুন জামা, পূজোর প্রণামি ও কন্যা শিশুদের মাঝে আলতা ও টিফিন উপহার দেয়।
এর আগে আলোচনা অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন ও স্বপ্নের সংগঠক মাইনুল হাসান শিমুল ও হাসিবুল হক হাসিব বক্তব্য রাখেন।
প্রসঙ্গত : গত এক যুগ ধরে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য‘ নামের এ সংগঠনটি বঞ্চিত, হত দরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রি উপহার দেয়া, দরিদ্র পরিবারের স্কুল পড়–য়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্প-সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।