সর্বশেষ

ঈদে আকর্ষণীয় কালেকশনে ‘ক্লথ বাংলাদেশ’


লোকসংবাদ প্রতিবেদন:

পবিত্র ঈদুল ফিতরের আর দেরি নেই। এই ঈদ ঘিরে সাধারণ মানুষের প্রস্তুতি একটু বেশিই থাকে। এরই মধ্যে বাঙালি মুসলমান ঈদের কেনাকাটায় নেমে পড়েছেন। ক্রেতাদের চাহিদা মেটাতে তাই বাজারে তৈরি পোশাকসহ নানা আয়োজনে হাজির হয়েছেন পণ্য বিক্রেতারা। 

অন্যদের মতো ‘ক্লথ বাংলাদেশ’ও ঈদের সংগ্রহে রেখেছে সব বয়সীর জন্য আকর্ষণীয় ডিজাইনের পোশাক।

স্ক্রিনপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে ক্লথ বাংলাদেশের ঈদ আয়োজনে। 

এনিয়ে কথা হয় ক্লথ বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক শাদাব ইয়াসার অরণ্যের সঙ্গে। তিনি জানান, মেয়েদের জন্য ‘ক্লথ বাংলাদেশ’ এনেছে অরিজিনাল পাকিস্তানি, ইন্ডিয়ান সিঙ্গেল পিস কামিজ, লনথ্রিপিস, আনইস্টিচ লন ইত্যাদি। রয়েছে আকর্ষণীয় পার্টি থ্রিপিস, এথনিক কূর্তি, ফ্যাশন টপস, এবং ডেনিমের কালেকশনও। 

এছাড়া ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, সিঙ্গেল পিস কাবলি, বাবা-ছেলে ম্যাচিং পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টিশার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে ঈদের কালেকশনের মূল আকর্ষণ।

প্রিমিয়াম স্যান্ডেল, স্নিকার্স, কেডস সহ নানারকম জুতার কালেকশনও রয়েছে।


প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এসব ঈদ পোকে সুতিসহ কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স ও ট্রেন্ডের ভিন্নতাও। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে পোশাকের মুল্য নির্ধারণ করা হয়েছে। 

ছেলে শিশুদের জন্য আনা হয়েছে বিভিন্ন রংয়ের পাঞ্জাবি; রয়েছে বয়েজ শার্ট, টি-শার্ট, পোলোশার্ট। লংপ্যান্টের পাশাপাশি রয়েছে কোয়ার্টার প্যান্ট। মেয়ে শিশুদের জন্য থাকছে পাকিস্তানি, ইন্ডিয়ান ও থাইল্যান্ডের ফ্রক, পার্টি ফ্রক, থ্রিপিস, ফ্যাশন টপস, টপ বটম সেট। 

লাইফস্টাইল ব্র্যান্ড ‘ক্লথ বাংলাদেশ’ কাজ শুরু করেছে ২০২২ সালে। ক্লথ বাংলাদেশের আউটলেট রয়েছে রাজধানীর উত্তরায়। ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাড়ির কেসি টাওয়ারের (কেএফসি এবং হাতিল বিল্ডিং) লেভেল-২ এ আসতেহবে। 


লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.