সর্বশেষ

সুবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নের ১১ টি পরিবার স্বপ্নের বাড়ি পেলো


লোকসংবাদ প্রতিবেদন:

সুবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নের ১১ টি পরিবার স্বপ্নের বাড়ি পেলো। চর ওয়াপদা ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন আমির হোসেন’র বাড়িতে পসকো ইন্টারন্যাশনাল এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস. সি. কিম এবং পিএইচপি ফ্যামিলি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচিত পরিবারগুলোর কাছে ঘরের নেইম প্লেট হস্তান্তর করেন। চতুর্দিকে টিনের বেড়া ও রঙিন ঢেউটিনের ছাউনি বিশিষ্ট দুই কক্ষের ৬০০ বর্গফুটের প্রতিটি ঘর। রয়েছে সংযুক্ত শৌচাগার, রান্নাঘর ও সুপরিসর বারান্দা। প্রতিটি বাড়ি তৈরিতে খরচ হয়েছে চার লক্ষ ৭০ হাজার টাকা।

আজ সোমবার এ অনুষ্ঠানে উন্নয়ন সংস্থার এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়াল দক্ষিণ কোরিয়া থেকে আগত মি: কিম এর নেতৃত্বে অতিথিগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পসকো ইন্টারন্যাশনাল এবং পিএইচপি ফ্যামিলির সাথে এরকম একটি মহৎ কাজে শামিল হতে পেরে আমরা আনন্দিত। পিএইচপি ফ্যামিলি ও পসকো সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার এ কাজে এগিয়ে এসেছেন, যা নিঃসন্দেহে একটি বন্ধুত্বপূর্ণ নিদর্শন। ইতোপূর্বে পাঁচটি ঘর দেয়া হয়েছে এবার দেয়া হলো ১১ টি ঘর। এ কাজটা সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চর ওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য। মাথা গোঁজার ঠাঁই নেই এ অঞ্চলের এমন মোট ১১ টি পরিবার বসবাসের জন্য উন্নত বসতঘর পেলো। ইতোপূর্বে আরো পাঁচটি পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে। ঘর পেয়ে প্রান্তিক মানুষগুলো অনেক উপকৃত হয়েছে। এ পরিবারগুলোর পাশাপাশি আমরাও পসকো ইন্টারন্যাশনাল, পিএইচপি ফ্যামিলি এবং এনআরডিএস এর প্রতি চির কৃতজ্ঞ।

পসকো ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার মি. ড্যানিয়েল বলেন, বাংলাদেশের কিছু পরিবারকে সহযোগিতা করছি আমরা। শুধু আবাসন নয় আমরা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করতে চাই। তিনি সুবিধাবঞ্চিত পরিবারের জন্য বসতঘর নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য পিএইচপি ও এনআরডিএস এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পিএইচপি পরিবার এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান এর লিখিত বক্তব্য পাঠ করে শোনান নাজমুল ইসলাম। লিখিত বক্তব্যে মিজানুর রহমান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে উন্নত আবাসন সুবিধা পাওয়া পরিবার গুলোকে পসকো ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিশেষ উপহারসামগ্রী প্রদান করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.