বাংলা নববর্ষ যেমন সুর ও সঙ্গীত, মেলা ও মিলনের, আনন্দ-আবাহনের, তেমনই সাহস ও সংকল্পের। নূতন প্রতিজ্ঞায় ও প্রত্যাশায় বুক বাঁধিবার দিন পহেলা বৈশাখ। এ দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে।
সকাল ৭টায় নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও পান্তা উৎসব হয়েছে পৌরমিলনায়তনে। সকাল ৮টায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন বৈশাখী উৎসব উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বৈশাখী উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল কাদের মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সঞ্জয় কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন। বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বৈশাখী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন বাবুল প্রমূখ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।