সর্বশেষ

চাঁদা না দেয়ায় কোম্পানীগঞ্জে বিএনপি নেতার মৎস্য খামারে জলদস্যু বাহিনীর হামলা, লুটপাট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর এলাকায় বুধবার গভীর রাতে জলদস্যু বাহিনীর প্রধান কামরুল হাসান টিপুকে ৫০হাজার টাকা চাঁদা না দেয়ায় তার বাহিনীর লোকজন ওই এলাকার মুছাপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এমদাদুল হক হেলালের মৎস্য প্রজেক্টে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লক্ষাধিক টাকার মাছ, ২টি পাম্প মেশিন, ২টি ভ্যান গাড়ী, ২টি মোবাইল সেটসহ প্রায় ২লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় জলদস্যু বাহিনীর লোকেরা পিটিয়ে মৎস্য প্রজেক্টের কেয়ারটেকার শহীদ উল্যা (৩০) ও নুরুল হককে (৩৫) গুরুতর আহত করে।
জলদস্যু বাহিনী প্রধান টিপু আ’লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে নানাবিধ অপকর্ম করে ওই এলাকার জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.