নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা ১০দফা দাবী না মানায় ২৮ জুন সোমবার সকালে স্কুলের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বসুরহাট কদমতলা সড়কে রাস্তায় গাছের খন্ড ফেলে টায়ার জ্বালিয়ে ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে নিবৃত করে পরিস্থিতি শান্ত করে।
২০জুন ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী ও বসুরহাট পৌরসভায় বিক্ষোভ মিছিল করে। জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করে। দীর্ঘ ১০দিন শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ চারজন পদত্যাগ করেছেন। এরা হচ্ছেন, সহ-সভপতি পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, সদস্য পদ থেকে আবু ছায়েদ চেয়ারম্যান, মাওলানা ফয়েজুল্লা, আমানত উল্যাহ।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবঃ সচিব ফয়জুল্লাহ পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখে। শিক্ষার্থীদের ১০দফা দাবীর মধ্যে রয়েছে, সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে শিথ্যাচার, কারণে অকারণে শিক্ষকদের বেতন বন্ধ, বর্তমান স্কুল পরিচালনা কমিটি ভেঙ্গে পুনঃগঠন, বোর্ডের প্যার্টার্ন অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের পড়া-লেখার ব্যাগত গঠলে দায়ী কমিটিকে নিতে হবে, স্কুলের শিক্ষকদেরকে অসৌভন আচরণ করা, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্রীড়া বিনদনে অংশগ্রহণে সুযোগ দেয়া, কোষাদক্ষ্য মোস্তাফিজুর রহমানকে অপসারণের দাবী, জরুরী ভিত্তিতে স্কুল এমপিও ভুক্তের দাবী, শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজদ হোসেন জানান, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোশারেফ হোসেন সোমবার সকালে শিক্ষকদের বেতন ভাতার অনুমোদনের জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবঃ সচিব ফয়জুল্লাহ কাছে গিয়েছে। আশাকরি এর সমস্যা দ্রুত নিষ্পত্তি হবে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
কোম্পানীগঞ্জে ভিভিটিসি টেকনিক্যাল স্কুল ভাংচুর; রাস্তায় ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ
কোম্পানীগঞ্জে ভিভিটিসি টেকনিক্যাল স্কুল ভাংচুর; রাস্তায় ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।