নোয়াখালীতে এক ছাত্রীকে উত্যক্তকারীদের হামলার শিকার হয়েছেন মজিবুর রহমান (৪৫) ও মঞ্জুর মোর্শেদ (২৫) নামে দুই ব্যক্তি। মঙ্গলবার সকালে সদর উপজেলার জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ উত্যক্তকারী মোজাম্মেল হোসেন রিয়াজকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রৌশন আক্তার লাকি জানান, বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের নূরানী তালিমূল কোরআন মাদ্রাসার এক ছাত্রী (কামরুন নাহার এ্যানি) মাদ্রাসায় আসা-যাওয়ার পথে স্থানীয় মাইন উদ্দিন সেলিমের ছেলে মোজাম্মেল হোসেন রিয়াজ (২৫) প্রায় সময় উত্যক্ত করতো। ছাত্রিটির কাছ থেকে বিষয়টি জানার পর শিক্ষকরা মাদ্রসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মজিবুর রহমানকে তা অবহিত করেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদ্রসা পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদকে সাথে নিয়ে মজিবুর রহমান রিয়াজের অভিভাবককে এনিয়ে নালিশ দিতে গেলে রিয়াজ ও ভাই রাশেদ তাদের বেধড়ক পিটিয়ে আহত করে।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত রিয়াজকে গ্রেপ্তার করে।
সুধারাম থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে
জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
- আবু নাছের মঞ্জু