প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবের হাট দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীরা কোরআন বিষয়ে পরীক্ষা দিয়ে এক শিক্ষকসহ ম্যাক্সিযোগে বাড়ি ফেরার পথে ছমিরমুন্সিহাট- কুতবেরহাট সড়কের কালারটেক নামকস্থানে পৌঁছলে চালক এক এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ম্যাক্সিটি দুমড়েমুছড়ে যায়।
গুরুতর আহতদের মধ্যে মাদ্রাসা শিক্ষক আবদুল্লাহ আল মামুন (৩২), ছাত্র দাউদ নবী (১৩), মোঃ আবদুর রহিম (১২), নজরুল ইসলাম (১৩), মোহাম্মদ ইলিয়াছ (১৩), সাজ্জাত হোসেরকে (১৩) নোয়াখালী জেনারেল হাসপাতাল ও আবদুর রহিম (১২), মোহাম্মদ ইলিয়াছ (১২), কামরুল ইসলাম (১৩), ইসলামূল হক (১২), নূর মোহাম্মদ (১৩), জাহাঙ্গীর আলম (১২) ও ম্যাক্সি চালক মিলনকে (২৩) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতনবাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, এক সাইকেল আরোহীকে বাচাতে গিয়ে মেক্সিটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনা কবলিত ম্যাক্সিটি আটক করা হয়েছে।
- আবু নাছের মঞ্জু