হরতালের সমর্থনে নোয়াখালী জেলা শহরে ছাত্র ও যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুলিশ নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আহম্মদ উল্লা ওহাব (৩৮) কে গ্রেপ্তার করে।
হরতাল চলাকালে ছাত্র ও যবলীগের একদল কর্মী জেলা শহরে মটর সাইকেলে মহড়া দিতে দেখা যায়। সোনাইমুড়ি উপজেলার বজরা এলাকায় পিকেটাররা ছাত্রলীগ কর্মীদের ২টি মটর সাইকেল আগুনে জ্বালিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে পিকেটাররা জজকোর্টের পেছনের সড়কে গেলে সেখান থেকে পুলিশ ওহাবকে পিটিয়ে সুধারাম থানায় নিয়ে যায়।
এদিকে গতরাত থেকে পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।