নোয়াখালীর সাতটি পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার মেয়রপদে ৫৮জন প্রার্থীর মধ্যে গতকাল রোববার ২৮জন প্রার্থী তাঁদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে পৌরসভাগুলোতে মেয়রপদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন: নোয়াখালী পৌরসভায় বর্তমান মেয়র হারুনুর রশীদ আজাদ, গোলাম মহিউদ্দিন লাতু, এ কে এম সাইফউদ্দিন সোহান;
চৌমুহনীতে এবিএম ইউছুফ, মামুনুর রশিদ কিরন, মঞ্জুরুল আজিম সুমন, জুলফিকার আলী ভুট্ট ও মাছুম রেজা; সেনবাগে আবু জাফর টিপু, ফারুক বাবুল, ভিপি মফিজুল ইসলাম, আবদুল হান্নান লিটন, তালেবুজ্জামান, মোয়াজ্জেম হোসেন সাহাবুদ্দিন, গোলাম সারওয়ার, মোশারফ হোসেন; চাটখিলে সিরাজুল ইসলাম চৌধুরী, মোস্তফা কামাল, ফজলুল করিম বাচ্চু ও নুরুল ইসলাম ভূঁইয়া; কবিরহাটে জহিরুল হক রায়হান, ফখরুল ইসলাম দুলাল; বসুরহাটে বর্তমান মেয়র কামালউদ্দিন চৌধুরী, আবদুল কাদের মির্জা; হাতিয়ায় সাইফ উদ্দিন আহমদ, এবিএম খবিউল হক সেলিম, মোঃ ইউসুফ আলী, সাজ্জাদ হোসেন, কাজী মো: আবদুর রহিম, বখতিয়ার উদ্দিন আহমদ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।