নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার থেকে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার থেকে জেলার ৯টি উপজেলার সরকারি ও বেসরকারি ১ হাজার ৭১৪টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে এই কার্যক্রম শুরু করা হয়। বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
জেলা শিক্ষা কর্মকর্তা জানান, ইতোমধ্যে বিনামূল্যে বিতরনের জন্য ৯৯ ভাগ বই তিনি পেয়েছেন। এরমধ্যে ২৩৮টি মাধ্যমিক ও ৫০টি জুনিয়র হাইস্কুলের জন্য প্রায় দেড় লাখ সেট, ১৭৫টি দাখিল ও ৭৫টি এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৮৫ হাজার সেট বই বিতরনের জন্য সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন তিনি ৮০ভাগ বই পেয়েছেন। এরমধ্যে ৭৭৬টি সরকারি ও ৪’শতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০ লাখ ১৯হাজার ১৮৯ সেট বই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে বিতরেনর জন্য পাঠানো হয়েছে। শনিবার থেকে বই গুলো স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরন শুরু করা হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।