নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে দিগন্ত টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত হয়েছে।
৩০ ডিসেম্বর রাতে সাংবাদিক ইউনিটির অফিসে দ্বি-বার্ষিক সাধারণ সভায় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিটির সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হরলাল ভৌমিক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তাকে সহযোগিতা করেন ইউনিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান।
নির্বাচিত অন্যআন্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি এম.এস জামাল দৈনিক দিনকাল,সাধারণ সম্পাদক এটি.এস দ্বীন মোহাম্মদ বাংলাদেশ অবজারভার,যুগ্ম সম্পদক মোহাম্মদ জামালউদ্দিন দৈনিক সংগ্রাম, কোষাধক্ষ প্রদীপ কুমার সেন দৈনিক জনতা,
কার্যনিবার্হী কমিটির সদস্য
গিয়াস উদ্দিন ফরহাদ দৈনিক জনকন্ঠ, ডা.মোহাম্মদ হানিফ ভুঁইয়া দৈনিক নয়া দিগন্ত,মো.মাসুদ পারভেজ এন.টি.ভি/ভোরের কাগজ, এম.জি.বাবর দৈনিক মুক্তকন্ঠ, মাহমুদুল হাসান রুদ্র মাসুদ দৈনিক সমকাল, আবুল কালাম আজাদ ভুঁইয়া দৈনিক আমার দেশ, মিজানুর রহমান দৈনিক যায়যায়দিন ও আনোয়ারুল করিম মানিক দৈনিক আমাদের সময়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত । এটি.এস দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক
নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত । এটি.এস দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।