নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাব মিলনায়তনে ‘একুশ শতকের গণমাধ্যম: নতুন বাধা- নতুন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি একেএম জোবায়ের, সাধারন সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক আবু নাছের মঞ্জু, রুদ্র মাসুদ, জাহিদুর রহমান শামীম, উন্নয়নকর্মী নুরুল আলম মাসুদ।
বক্তাগণ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিন্দা জানান এবং একুশ শতকের সাংবাদকতার নতুন চ্যালেঞ্জ মোকবেলায় পেশাগত ঐক্যের প্রতি গুরুতারোপ করেন।
- আবু নাছের মঞ্জু