প্রতি পরিবারে অন্তত একজন করে চাকরির ঘোষণা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য কমানো সহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংদেশের সামাজতান্ত্রিক দল বাসদ।
নোয়াখালী টাউন হলের মোড়ে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদের জেলা আহবায়ক অধ্যাপক মতিন উদ্দিন আহমেদ, সদস্য সচিব দলিলের রহমান দুলাল ও মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টু।
বক্তারা আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত প্রতি প্ররিবারের একজনের চাকুরি প্রদান, অসম্পূর্ণতা দূর করে ৭২ এর সংবিধান পুণ:প্রতিষ্ঠা করা, দব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং জাতীয় সম্পদ তেল-গ্যাসে শতভাগ মালিকানা নিশ্চিত করে জনকল্যানে ব্যবহার করার দাবি জানান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
প্রতি পরিবারে একজনের চাকরির ঘোষণা বাস্তবায়নের দাবি।। নোয়াখালীতে বাসদের মানববন্ধন
প্রতি পরিবারে একজনের চাকরির ঘোষণা বাস্তবায়নের দাবি।। নোয়াখালীতে বাসদের মানববন্ধন
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।