লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন বাহনী প্রধান আলাউদ্দিনকে(৩৫) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব। বুধবার সকাল সাতটার দিকে গাস্যার চরে আলাউদ্দিনের আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় জিম্মিদশা থেকে জহর লাল(১৮) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।
কুমিল্লা র্যাব ১১ এর মেজর শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আলাউদ্দিনের আস্তানায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টেল পেয়ে বাহিনীর অপররাপর সসদ্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন আলাউদ্দিন। এ সময় জিম্মিদশা থেকে কিশোর জহর লালকে(১৮) উদ্ধার করা হয়। আস্তানায় তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি শাটার গান, ১০ রাউন্ড গুলি ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মেজর শাহেদ জানান, গত তিন মাস আগে রাখাল জহর লালকে মাঠে গরু চরানোর সময় আলাউদ্দিনের আস্তানায় তুলে নিয়ে যায় তার বাহিনীর সদস্যরা। এরপর তাকে দিয়ে বাহিনীর রান্না সহ বিভিন্ন কাজ করানো হতো। জহর লাল সুখচর ইউনিয়নের চর আমান উল্লা গ্রামের ভবরঞ্জন দাসের ছেলে।
হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, আটককৃত আলাউদ্দিন হাতিয়ার সুখচরের চর আমান উল্লা গ্রামের মহিউদ্দিনের ছেলে। বর্তমানে সে সুবর্ণচরের জোবায়ের বাজারে থাকে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন বাহনী প্রধান আলাউদ্দিনকে(৩৫) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব। বুধবার সকাল সাতটার দিকে গাস্যার চরে আলাউদ্দিনের আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় জিম্মিদশা থেকে জহর লাল(১৮) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।
কুমিল্লা র্যাব ১১ এর মেজর শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আলাউদ্দিনের আস্তানায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টেল পেয়ে বাহিনীর অপররাপর সসদ্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন আলাউদ্দিন। এ সময় জিম্মিদশা থেকে কিশোর জহর লালকে(১৮) উদ্ধার করা হয়। আস্তানায় তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি শাটার গান, ১০ রাউন্ড গুলি ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মেজর শাহেদ জানান, গত তিন মাস আগে রাখাল জহর লালকে মাঠে গরু চরানোর সময় আলাউদ্দিনের আস্তানায় তুলে নিয়ে যায় তার বাহিনীর সদস্যরা। এরপর তাকে দিয়ে বাহিনীর রান্না সহ বিভিন্ন কাজ করানো হতো। জহর লাল সুখচর ইউনিয়নের চর আমান উল্লা গ্রামের ভবরঞ্জন দাসের ছেলে।
হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, আটককৃত আলাউদ্দিন হাতিয়ার সুখচরের চর আমান উল্লা গ্রামের মহিউদ্দিনের ছেলে। বর্তমানে সে সুবর্ণচরের জোবায়ের বাজারে থাকে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে।
- আবু নাছের মঞ্জু