শ হী দু ল ই স লা ম মু কু ল
গন্তব্য
শেষ বিকেলে তিন বন্ধু সুর্যাস্তের কাছাকাছি
উঁচু পাহাড়টাতে এসে দাঁড়ায়।
প্রথম যুবক একবার তাকিয়েই উত্তর দিকে চলার সিদ্ধান্ত নেয়;
‘উত্তরের সমতল শহরটাই বসবাসের জন্য উত্তম হবে’ স্বগতোক্তি করে
কারো মতামতের অপেক্ষা না করেই পা বাড়ায়।
দ্বিতীয় যুবক দক্ষিণের উপত্যকার আলো ঝলমল শহরের দিকে তাকিয়ে বলে,
‘আরাম আয়েশের জন্য উপযুক্ত শহরের খোঁজ পেয়ে গ্যাছি’।
অবশিষ্ট সঙ্গীর পানে একবারও না তাকিয়ে
পাহাড়ী আঁকাবাঁকা পথ বেয়ে নামতে থাকে।
তৃতীয় যুবক ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ,
শেষ বারের মত অস্তগামী সুর্যের দিকে তাকিয়ে
পেছন ফিরে চলতে শুরু করে
ফেলে আসা নিঝুম বাড়ী’র পথে।