সর্বশেষ

জালছেঁড়া নদী

শ হী দু ল   ই স লা ম   মু কু ল

জালছেঁড়া নদী


নাব্যতা হারালে নদী'র বুকে খাঁ খাঁ চর জাগে
জালছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে;
অথবা আমরাই পোড়াই নদী'র শ্মশান,
তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি।

উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে
লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে;
মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো,
জীবনের টানে জীবিকার টানে।

আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জাল ছেঁড়া নদীর বুকে;
শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে...

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.