সর্বশেষ

নোয়াখালীতে ১০ দফা দাবিতে দুগ্ধ খামারিদের মানববন্ধন

লোকসংবাদ প্রতিনিধি:
নিম্নমানের ভর্তুকীপ্রাপ্ত  গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানী শুল্ক ৫% এ উন্নিত করার প্রস্তাবনা সহ ১০ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে দুগ্ধ খামারিরা।

সোমবার ৬ মে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডেইরি ফার্মাস এসোসিয়েশন সদর উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় দুগ্ধ খামারীরা জানান, গত সাত বছরে দেশে দুগ্ধ খামারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ লক্ষ, দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে হয়েছে ৯৪ লক্ষ মেট্রিক টন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুগ্ধ খামার ব্যবসার সাথে সম্পৃক্ত প্রায় ৯৪ লক্ষ মানুষ। এ সময় দুগ্ধ শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিম্মমানের ভর্তুকীপ্রাপ্ত গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানী শুল্ক ৫% এ উন্নিত করার দাবি জানানো হয়।
এ সময় সদর উপজেলা বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সভাপতি মো: মহসিন ও সাধারণ সম্পাদক মো: জিলানী সহ দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.